ন্যাভিগেশন মেনু

জনসম্পদ হতে হবে প্রযু্ক্তিতে দক্ষ: ঢাবি উপাচার্য


ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: অ্যাসোসিয়েশন অব হোমবোল্ট ফেলোজ বাংলাদেশ (এএইচএফবি)-এর বার্ষিক সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি ২০২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন।

এএইচএফবি’র সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মানীর রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ প্রধান অতিথি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মাসুম আহমদ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে  সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক চাহিদা মেটাতে উঁচু-মানের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বর্তমান বিশ্ববিদ্যালয় বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জনসম্পদকে প্রযু্ক্তিতে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, ব্যবসা, অর্থনীতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশের এই উন্নয়ন প্রচেষ্টায় জার্মান সরকারের সাহায্য ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিক্ষক ও গবেষক বিনিময় প্রকল্প আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জার্মানিতে উচ্চশিক্ষার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র ও গবেষকদের জন্য ভিসার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। 

উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসোসিয়েশন অব হোমবোল্ট ফেলোজ বাংলাদেশ-এর ৬০জন সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেন।                        

সিবি / এস এস