ন্যাভিগেশন মেনু

জনস্বার্থে ব্যাংক লেনদেন সীমিত


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণার পর সাধারণ ছুটির দিনগুলোতে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ব্যাংকিং লেনদেন।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর মধ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি।

তাই গ্রাহকের লেনদেনের সুবিধার্তে সাধারণ ছুটির সময় পাঁচদিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন সুবিধা থাকা ব্যাংকগুলো শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করে খোলা রাখতে পারবে। এছাড়া ব্যাংকের শাখাগুলোর মধ্যে দূরত্ব বিবেচনা করেই প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখা যাবে।

গত রবিবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ সভায় কোনো এলাকা লকডাউন ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কোনো শাখা বন্ধ করা যাবে না  বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর তার পরেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই প্রজ্ঞাপণ জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের মতে, সংকটের সময়গুলোতে মানুষের টাকার বেশি প্রয়োজন হয়। আর তাই জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়।

ওয়াই এ/ এডিবি