ন্যাভিগেশন মেনু

জরিমানা গুনলেন তামিম, সঙ্গে ডিমেরিট পয়েন্ট


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় জরিমানা গুনতে হলো বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবালকে।

শুক্রবার (২৮ মে) শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পরও আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত শুক্রবার মিরপুরের শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুষ্মন্ত চামিরার বলে ফুলার লেংথ বল ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন তামিম। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দেন তামিমকে।

রিভিউ নেন তামিম। তারপর আলট্রা এজে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছিল তখন হাল্কা এজ তৈরি হয়। তারপরও সিদ্ধান্ত পাল্টায়নি মাঠের আম্পায়ার। ১৭ রানে ফেরেন তামিম। কিন্তু রাগ আটকে রাখতে পারেননি তামিম।

শারীরিক ভাষায় নিজের অস্বস্তি জানিয়ে ফেরেন সাজঘরে। এটা চোখে পড়েছে ম্যাচ রেফারির। আইসিসি তারপরই জরিমানা করে তামিমকে। কারণ এটি আইসিসি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। একইসঙ্গে গত ২৪ মাসে তামিম প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগার ক্যাপ্টেন।

এমআইআর/এডিবি/