ন্যাভিগেশন মেনু

জলবায়ু পরিবর্তন বাংলাদেশে শিশু পুষ্টির জন্য হুমকি: ইউনিসেফ


জলবায়ু পরিবর্তন একটি বড় হুমকি বাংলাদেশের শিশু পুষ্টির জন্য । প্রায় দুই কোটি বাংলাদেশি শিশুর জীবন ও ভবিষ্যত হুমকির পথে।

জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ৷

এদিকে দুনিয়াজুড়ে একই বয়সের শিশুদের মধ্যে এক-তৃতীয়াংশ শিশু এ ধরণের সংকটের মুখে রয়েছে। তবে দক্ষিণ এশিয়ায় অর্ধেক শিশু এমন ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এক কোটি ৯০ লাখেরও বেশি শিশু জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, বন্যার ভয়াবহতা ও নদী তীর ভাঙনের ফলে দরিদ্র পরিবারগুলো শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। যেখানে লোকজনের উপচেপড়া ভিড় বিরাজ করে।

এসব বস্তিতে পর্যাপ্ত স্বাস্থ্য এবং পুষ্টি পরিষেবার অভাব রয়েছে। ফলে শিশুরা পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে ভুগছে।

চরম জলবায়ু সংক্রান্ত ঘটনা যেমন খরা ও বন্যার ফলে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ও ফলন কমে গিয়ে খাবারের দাম বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র পরিবারগুলো।

প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান সংখ্যক শিশু ও তরুণ-তরুণীরা বেঁচে থাকলেও অপুষ্টিজনিত কারণে তাদের জীবনমানের খুব কমই উন্নতি হচ্ছে।

গত মাসে বাংলাদেশে সফরে যান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর৷ ইউনিসেফের প্রতিবেদনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে তাঁর একটি বক্তব্যও স্থান পেয়েছে৷

তিনি বলেন, ‘‘বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পরিবেশগত ঝুঁকিকে আরো খারাপ করছে জলবায়ু পরিবর্তন৷ অভিভাবকরা তাঁদের শিশুদেরকে ঠিকমতো বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও শিক্ষা দিতে পারছেন না৷ জলবায়ু পরিবর্তন শিশুর বেঁচে থাকা ও উন্নতির ক্ষেত্রে বিভিন্ন দেশের উদ্যোগকেও বাধাগ্রস্ত করছে৷''

ওয়াই এ / এস 

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন