ন্যাভিগেশন মেনু

জলাবদ্ধতা নিরসনে ঠিকাদারদের গাফলতি পেলে ব্যবস্থা: তাপস


জলাবদ্ধতা নিরসনে ঠিকাদারদের কাজের কোনো গাফলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ জুন) মালিবাগ রেলগেট সংলগ্ন ড্রেন-নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, যেসব ঠিকাদার অবকাঠামোগত কাজ করছেন তারা যেনো ভালোভাবে কাজ করেন সে বিষয় মনিটরিং করা হবে। কাজের কোনো গাফলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে না করলে জলাবদ্ধতা সৃষ্টি হবে, তাই ড্রেনের লাইনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করতে ডিএসসিসি সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

শেখ ফজলে নূর তাপস সংশ্লিষ্টদের বলেন, জলাবদ্ধতা দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। ড্রেন নর্দমায় কোনো আবর্জনা বা অপরিচ্ছন্নতার জন্য যেন পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয়। বৃষ্টির হওয়ার সঙ্গে সঙ্গে যেন পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।

এ সময় মেয়র বলেন রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার নকশা ত্রুটিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামীতে ড্রেনেজ ব্যবস্থায় নতুন নকশা তৈরি করা হবে। নতুন নকশায় ড্রেনের পানি ধারণ ক্ষমতা বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খ.ম. মামুন রশিদ শুভ্র প্রমুখ।

এসএ/এডিবি/