ন্যাভিগেশন মেনু

জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য দিতে চায় তালেবান


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছে আফগানিস্তানের সদ্য ক্ষমতা দখল নেওয়া তালেবান গোষ্ঠী।

সোমবার (২০ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিবিসি জানায়, জাতিসংঘের একজন মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, তালেবানের জাতিসংঘে শীর্ষ পর্যায়ে আলোচনায় যোগ দিতে চাওয়ার অনুরোধ যাচাই করবে ৯ সদস্যের একটি কমিটি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তবে আগামী সোমবার সাধারণ সভা শেষ হওয়ার আগে এই কমিটির বৈঠকে বসার সম্ভাবান নেই।

তালেবান এরমধ্যে কাতারের দোহা থেকে কাজ করা তালেবান মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে মনোনয়ন দিয়েছে। গত মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান জানিয়েছে, জাতিসংঘে আফগানিস্তানের পূর্ববর্তী দূত এখন আর দেশটির প্রতিনিধিত্ব করে না।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, বৈশ্বিক সংগঠনটির কাছে আফগানিস্তানের মুখপাত্র হিসেবে বিবেচিত হবেন আশরাফ গনির সরকারের মনোনয়ন দেয়া গুলাম ইসাকজাই। সাধারণ সম্মেলনের শেষদিন, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

তবে তালেবান বলছে, তার কার্যক্রম 'আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না।'

সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে বিশ্বের অনেক দেশ এখন আর স্বীকৃতি দেয় না বলেও মন্তব্য করেছে তালেবান।

এডিবি/