ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে প্রথমে করোনার টিকা নেন নার্স সান্দ্রা লিন্ডসে


যুক্তরাষ্ট্রে ফাইজার এবং বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম করোনার টিকা প্রয়োগ করা হয়েছে নার্স সান্দ্রা লিন্ডসের শরীরে।

স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) এই টিকা প্রয়োগের মধ্যদিয়ে নিউইয়র্ক রাজ্য স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়া শুরু হয়।

টিকা প্রয়োগের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ট্যুইট বার্তায় জানান, "প্রথম ভ্যাকসিন দেওয়া হলো। যুক্তরাষ্ট্রকে অভিনন্দন! অভিনন্দন বিশ্ব!"

এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কেন্দ্রগুলিতে প্লেনে করে মিশিগানের কালামাজুতে ফাইজার উৎপাদন কেন্দ্র থেকে ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের সর্বত্র সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হান সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ফাইজার ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র থেকে প্রথম চালানে ১ লাখ ৮৪ হাজার টিকা নেওয়া হয়। স্বাস্থ্যসেবা কর্মী এবং বয়স্ক ব্যক্তিরা প্রথম টিকা পাবেন। ২.৯ মিলিয়ন ডোজ গ্রহণের জন্য প্রথম সারির কর্মীরা থাকছেন।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ উল্টে দিয়ে বলেছেন, হোয়াইট হাউসের কয়েকজন কর্মচারীসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের প্রথম দফায় ভ্যাকসিন দিতে হবে।

এডিবি/