ন্যাভিগেশন মেনু

জাতি নাসিমের অবদান ভুলবে না: হাছান মাহমুদ


‘জাতি মোহাম্মদ নাসিমের অবদান কখনো ভুলবে না। তিনি আজীবন দেশ ও দশের জন্য কাজ করে গিয়েছেন।’  আজ মঙ্গলবার ঢাকায়  জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। বৈশ্বিক করোনাভাইরাসের কারণে মানুষ ঘরে বসে থেকেছে।  মোহাম্মদ নাসিম মানুষের সেবা করতে গিয়ে ঘরে বসে থাকেননি। 

সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ ছাড়াও দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন ও ত্রাণ সরবরাহ করেছেন। আর জনসেবা করতে গিয়ে মোহাম্মদ নাসিমের মৃত্যু হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন,  দলের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের এক হাজার নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সংসদের ১৩০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের অনেকেই মারা গেছেন। 

তথ্যমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। কেননা তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধুর মতো মোহাম্মদ নাসিমও সব সময় সাধারণ মানুষ ও দলের সঙ্গে সম্পর্ক রাখতেন।  ১৪ দলকে তিনি সংগঠিত করেছেন। স্মৃতিচারণ করেন মোহাম্মদ নাসিমের ছেলে সাংসদ তানভীর শাকিল জয়। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএমএ সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রয়াত নাসিমের সন্তান তানভিন শাকিল জয় এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি ডা. দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট  বলরাম পোদ্দার, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্রনায়িকা রোজিনা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, জোটের নেত্রী চিত্রনায়িকা শাহনুরসহ চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

এস এস