ন্যাভিগেশন মেনু

জাতীয় শ্রমিক লীগের সভাপতি মন্টু আর নেই


জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এর আগে ২৩ অক্টোবর পায়ের ব্যথাজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে হাসপাতালেই ছিলেন মন্টু।

২০১৯ সালের ৯ নভেম্বর কাউন্সিলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু। এর আগে মন্টু শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

স্বাধীনতা যুদ্ধে তিনি পাবনা জেলা মুজিব বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

মন্টুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, 'মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফজলুল হক মন্টুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।'

প্রধানমন্ত্রী ফজলুল হক মন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

আজ জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মন্টুর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

এডিবি/