ন্যাভিগেশন মেনু

সংসদ ভবনে হামলার পরিকল্পনায় দুই জনের ৫ দিনের রিমান্ড


জাতীয় সংসদ ভবনে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক জঙ্গিসহ ২ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে বুধবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই দিনে হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

ওয়াই এ/ওআ