ন্যাভিগেশন মেনু

জাতীয় সঙ্গীত বিকৃত করার দায়ে আটক ৫ ছাত্রকে মুচলেকা নিয়ে মুক্তি


জাতীয় সঙ্গীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে দেশের উত্তর জনপদ জেলা বগুড়ায় পাঁচ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। পরে অবশ্য পুলিশ সদর দপ্তরের নির্দেশে বগুড়া সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মিডিয়াকে জানান, জাতীয় সঙ্গীত অবমাননা করে টিকটক ভিডিও তৈরি ও প্রচার করার অভিযোগে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়।

এ  বিষয়টি তদন্ত করে দেখা যায়, টিকটক ভিডিও তৈরির সময় জাতীয় সঙ্গীত অবমাননা বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নিছক টিকটক ভিডিও তৈরির আবেগ থেকেই তারা এটা করেছে। বিষয়টি ভালো করে খোঁজখবর নিয়ে তা পুলিশ সদর দপ্তরকে জানানো হয়।

সবকিছু জানার পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে আটক পাঁচ শিক্ষার্থীকে আলাদা মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।এদের বয়স ১৮ থেকে ২৩ বছর। একটি টিকটক ভিডিওতে দেখা যায়- কয়েকজন শিক্ষার্থী বগুড়ায় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বিকৃত ও ব্যঙ্গ করে পরিবেশন করছে। এরপর পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে আটক করে।

এস এস