ন্যাভিগেশন মেনু

জানি না কবে মুভি করা হবে: মেহজাবীন চৌধুরী


ছোট পর্দার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। শিহাব শাহীনের পরিচালনায় অনলাইন প্লাটফর্ম অ্যাপসের জন্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এমন খবর প্রকাশিত হয়েছে। এমন খবরে একটু বিস্ময় প্রকাশ করেছেন এই তারকা অভিনেত্রী। এসব বিষয় ও অন্যান্য মেহজাবীনের সঙ্গে বলে লিখেছেন ইমরুল নূর-

‘জায়া’ নামের একটি সিনেমায় কাজ করবেন এমনটি শোনা যাচ্ছে-

ওটা আসলে হেডিংটাতেই সমস্যা হয়েছে। ওটা আসলে একটা টেলিফিল্ম।

তাহলে জায়া কি ওয়েবফিল্ম হওয়ার কথা ছিলো?

না। ওটা ওয়েবফিল্ম হওয়ার কথাও ছিলো না। আমরা নাটক বলতে তো ৪০/৪৫ মিনিট দৈর্ঘ্য বুঝি। এর থেকে বেশি যখন হয় তখন এটাকে আমরা টেলিফিল্ম বলি। এটা দৈর্ঘ্য ৮০/৯০মিনিট হবে।

এটা কি টেলিভিশনের জন্যে?

না। এটা হচ্ছে অ্যাপের জন্য। লাইভ টেকনোলজির একটা অ্যাপের জন্য হওয়ার কথা। তবে এটাকে যেভাবে ফিল্ম বলা হচ্ছে সেজন্য আমার ফ্যানরা আমাকে বারবার জিজ্ঞেস করছে। আমি ফিল্ম করবো কিনা? আসলে ফিল্ম বলতে যেটা বুঝি, বাইরের দেশে যেমন হয়, একটু বড়সড় আয়োজন করে ওয়েবগুলো হয়। ফিল্মের মতো বাজেট থাকে। কিন্তু আমাদের দেশে সেটা হয়না। এখানে কোনো গান, নাচ বা ফিল্মের মতো কিছু নেই। এটা আসলে আমরা যেটা করি সেটাই কিন্তু একটু লম্বা ডিউরেশন। যেটাকে আমরা টেলিফিল্ম বুঝি।

শুটিং কবে থেকে শুরু হবে? 

এটার আসলে এখন পর্যন্ত কোনোকিছুই ঠিক হয়নি।

এই যে এতো আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি সিনেমা করছেন বা করবেন। আল্টিমেটলি সিনেমায় আপনাকে কবে দেখা যাবে?

এটা আসলে বলা যাচ্ছে না। এখন যে অবস্থা আসলে এখন একটা সিনেমা শ্যুট করা ডিফিকাল্ট। মুভি যদি শ্যুট করাও হয়, সেটা কি এখন রিলিজ দেয়া সম্ভব? মানুষ কি সিনেমা হলে এসে দেখবে? এই সময় কি মানুষ জড়ো হওয়ার সময়? এখন আসলে মুভি করার সময়ই নয়। তাই জানি না কখন, কবে মুভি করা হবে, জানি না আদৌ সিনেমায় কাজ করবো কিনা। ভালো কোনো গল্প পেলে অবশ্যই মুভি করবো কিন্তু সেটা একটি প্রোপার গল্প হবে। যেটা ভক্তরা একটু কনফিউশনে পড়ে গেছে, খবর এসেছে  তারা আমার ফিল্ম পেতে যাচ্ছে। আসলে ভক্তরা আমার কোনো ফিল্ম পেতে যাচ্ছে না। এটা একটা নাটক।

কেমন গল্পের সিনেমায় কাজ করতে আগ্রহী আপনি?

সেটা আসলে নাটকের মতো, আমরা নাটক যেভাবে করি সেরকম গল্প বা একটু সাধারণ গল্প হলে আমি সাধারণ হলে আমি আসলে ইচ্ছুক না। আমি যদি ফিল্ম করি যেটা থিয়েটারে বড় পরিসরে রিলিজ হবে। গল্পটা একটু শক্তিশালি হবে। যেমন চরিত্রে আমাকে কখনও দেখা যায়নি তেমন গল্প হলেই সিনেমায় কাজ করবো।

সেটা কী পুরোপুরি বাণিজ্যিকধারার সিনেমা হবে?

আসলে কমার্শিয়াল বা আর্ট-এর মধ্যে আমাকে সীমাবদ্ধ করতে চাই না। ফিল্ম যেটার গল্প ও থিম সুন্দর, মেকিং ভালো সবকিছু মিলিয়ে একটা ভালো প্যাকেজ হবে। যেটা মানুষকে এন্টারটেইন করতে পারবে। এন্টারটেইন মানুষ আর্ট বা কমার্শিয়াল মুভি দেখেও হয়। ফিল্ম আসলে ফিল্মই। যেটার গল্প খুব সুন্দর ও ভালো কাজ অর্থ্যাৎ ভালো অভিনয় করার সুযোগ আছে তেমন কাজই করতে চাই।

সহশিল্পী হিসেবে কাজে প্রথম পছন্দ?

এটা ডিরেক্টর কল। চরিত্র অনুযায়ী যাকে পরিচালকের পছন্দ হবে তার সাথেই কাজ করবো। চরিত্রের মিলে এমন যে কেউ অভিনেতা হলেই তার বিপরীতে কাজ করতে আপত্তি নেই। তবে প্রত্যেক শিল্পীরই ইচ্ছে থাকে তার চরিত্রে বিশেষ ভূমিকা থাকতে। আমারও এর ব্যতিক্রম নয়। তবে সিনেমায় প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।

ওআ/