ন্যাভিগেশন মেনু

জানুয়ারিতেই এইচএসসির ফল প্রকাশ


এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফলাফল প্রকাশের নানা জটিলতা কাটিয়ে শেষমেষ এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তিনি।

সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব এ তথ্য জানান।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৫১ (সংশোধন) অধ্যাদেশ ২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশ করা নিয়ে জটিলতা কাটাতেই এই অধ্যাদেশ। আগামী অধিবেশনের প্রথম দিনে অধ্যাদেশটি পাশ হবে বলে জানান তিনি।

এইচএসসি মাদ্রাসা কারিগরি এইচএসসি লেভেলের রেজাল্ট। মাধ্যমিক উচ্চ শিক্ষা ও কারিগরি বিভাগ থেকে নিয়ে আসা হয়েছিল যে অর্ডিন্যান্স করে আগামী বুধ, বৃহস্পতিবার বা শনিবারের মধ্যে রেজাল্ট দিয়ে যাওয়া যায় কিনা? যে পদ্ধতিতে উনারা চিন্তাভাবনা করছেন উনাদের রেজাল্ট ক্যালকুলেশন করে সব রেডি করে রেখেছেন কিন্তু আগের যে আইন আছে সেই ইন্টারমিডিয়েটের সেই আইনের বিধান হচ্ছে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিতে হবে। কিন্তু এখন যেহেতু পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, উনারা যে পদ্ধতিতে রেজাল্ট সব রেডি করে রেখেছেন, সেই পদ্ধতিতে উনারা এখন একটা অর্ডিন্যান্স করে রেজাল্ট দিয়ে দিবেন আগামী ৭-১০ দিনের মধ্যে। সেজন্য উনারা এটা নিয়ে এসেছেন অর্ডিন্যান্স হিসেবে।

সিবি/এডিবি