ন্যাভিগেশন মেনু

জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার কোভিশিল্ড টিকা আসছে শনিবার


কোভ্যাক্সের আওতায় জাপান থেকে শনিবার (২৪ জুলাই) দেশে আসবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো।’

জানা যায়, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালিক এই টিকা গ্রহণ করবেন।

৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাওয়া যাবে বলে আশা করছি। কয়েকদিন আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টিকা নিয়ে আমার কথা হয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আমরা এ টিকা চেয়েছি।

গত ১৩ জুলাই এক ট্যুইটে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দেওয়ার কথা জানিয়েছে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তিনি ট্যুইটে লিখেছেন, বাংলাদেশে শিগগিরই জাপান অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাঠাচ্ছে। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।

এমআইআর/এডিবি/