ন্যাভিগেশন মেনু

জাবিতে ‘ইংলিশ জুবিলি লিটফেস্ট’ শুরু শুক্রবার সন্ধ্যায়


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগ ‘ইংলিশ জুবিলি লিটফেস্ট’ শিরোনামে একটি অনলাইন লিটফেস্টের আয়োজন করেছে। তিন দিনব্যাপী এই লিটফেস্ট শুরু হচ্ছে আজ ১২ মার্চ সন্ধ্যায়।

বুধবার (১০ মার্চ) অধ্যাপক মাশরুর শহিদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই লিটফেস্টের মাধ্যমে ইংরেজি বিভাগ উদযাপন করতে যাচ্ছে এক সঙ্গে দুটি অর্জন - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

দেশ ও দেশের বাইরের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তি এই লিটফেস্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ওই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উৎসবের উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাকালীন ধকল, দুশ্চিন্তা ও ট্রমা থেকে উত্তরণে বুদ্ধিবৃত্তিক অনলাইন যোগাযোগ, জ্ঞান ও ভাবনার বিনিময়মূলক আলাপচারিতা উসকে দিতে এবং এর মাধ্যমে দেশ-বিদেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে এই লিটফেস্ট ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

সবার জন্য উন্মুক্ত এই লিটফেস্টে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় ১৮টি আকর্ষণীয় সেশন যার মধ্যে ১৩টি সেশনজুড়ে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র, সঙ্গীত নিয়ে আলাপন।

লিটফেস্টের সকল তথ্য , জুম সেশন লিঙ্কসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ঠিকানায় - www.facebook.com/englishjubileelitfest

ওয়াই এ/এডিবি