ন্যাভিগেশন মেনু

জামিনে মুক্তি পেলেন ফটোসাংবাদিক কাজল


ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার গ্রেপ্তার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল দীর্ঘ ৮ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি স্বজনদের সাথে দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দেন হাইকোর্ট।

২৪ নভেম্বর শেরে বাংলা নগর থানার মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন এ সাংবাদিক।

চলতি বছরের ১০ মার্চ রাজধানীর বকশিবাজারের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন দৈনিক পক্ষকালের ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এরপর সন্ধ্যায় অফিস থেকে বের হবার পর থেকেই নিখোঁজ হন তিনি। পরে ৩ মে বেনাপোলে শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া যায়। সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে বেনাপোল থানার এক পুলিশ সদস্যের ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন শফিকুল ইসলাম কাজল। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাতে বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করে। পরে, তারা জানতে পারেন এই ব্যক্তি নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

সিবি/এডিবি