ন্যাভিগেশন মেনু

জার্মানিতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে জার্মানিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শাহীন সিকদার নামে এই প্রবাসী সপরিবারে জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী হানাউ শহরে বসবাস করতেন। জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এই প্রথম কোন বাংলাদেশির মৃত্যু হলো।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জার্মানির স্থানীয় সময় দুপুর ৩.১০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।

জানা যায়, বেশকিছুদিন আগে শাহীন সিকদার তার স্ত্রী ও দুই কন্যার করোনা সনাক্ত হয়। শাহীন ছাড়া অন্যরা সুস্থ হলেও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন সিকদারের বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। ১৯৯২ সালেই তিনি জার্মানিতে আসেন।

এডিবি/