ন্যাভিগেশন মেনু

জার্মানির বিপক্ষে ৬-০ গোলের দুর্দান্ত জয় স্পেনের


উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানিকে ৬-০ গোলে হারিয়ে রীতিমতো অপদস্থ করে ছেড়েছে স্পেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে স্পেনের বিপক্ষে ম্যাচে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি জার্মানি। তরুণ ফেররান তরেসের করেছেন দারুণ হ্যাটট্রিক। তাদের অন্য তিন গোলদাতা আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওইয়ারসাবাল।

এদিন ম্যাচের ১৭তম মিনিটেই স্ট্রাইকার মোরাতার করা গোলের সুবাদে প্রথম গোলের দেখা পায় স্পেন। ম্যাচের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড তরেস। ম্যাচের ৩৮তম কোকের নেওয়া ওই কর্নারেই হেডে স্কোরলাইন ৩-০ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

এরপর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে হোসে গায়ার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তরেস। ৭১তম মিনিটে দুর্দান্ত গোলে হ্যাটট্রিক পূরণ করেন তরেস। ম্যাচের ৮৯তম মিনিটে হোসে গায়ার পাস পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৬-০ করেন রিয়াল সোসিয়েদাদের উইঙ্গার ওইয়ারসাবাল।

ছয় ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পরের পর্বে পা রাখলো স্পেন। দুই জয় ও তিন ড্রয়ে জার্মানির পয়েন্ট ৯।

এমআইআর/এডিবি