ন্যাভিগেশন মেনু

জিআরপি আত্ম-নির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের প্রতীক


জিআরপি শুধু ডিজিটাল সল্যুশন নয়, এটি আত্ম-নির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের প্রতীক। এটি দেশের তথ্যের নিরাপত্তা যেমন নিশ্চিত করছে তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তিন গুণ খরচ কমবে। দূরিভূত হবে লাল ফিতার দৌরাত্ম্য।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইসিটি বিভাগের উদ্যোগে প্রস্তুতকৃত মিটিং ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এবং এ্যসেস মনেজমেন্ট মডিউল বাস্তবায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের আওতায় পরিকল্পনা বিভাগ,পরিকল্পনা কমিশন এনপিডি ও বিআইডিএস-এ এই মডিউলটি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান কো-ক্রিয়েট।

রাজধানীর শেরে বাংলানগরের পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্যে আগামীর ডেটা কলোনাইজেশন থেকে বেঁচে থাকতে বিদেশী কোম্পানির হাতে দেশের কোনো তথ্য তুলে না দেয়ার আহ্বান জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, বুয়েটের অধ্যাপক, ড. মনিরুল ইসলাম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রকল্প পরিচালক অশোক কুমার রায়।