ন্যাভিগেশন মেনু

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ


২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারে ভারতকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড়ো অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে। এসময় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮০ (৩.৮০) শতাংশে। এতে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৮৮ ডলার।

অপরদিকে, ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ। এর ফলে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার থেকে কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার।

আইএমএফ-এর পূর্বাভাসে এশিয়ার অন্যান্য দেশের জিডিপি সম্পর্কে বলা হয়, ‘২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।’

এমআইআর/ওআ