ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়েকে ২০১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


লিটন দাস ও সৌম্য সরকারের ঝড়ো ফিফটির ওপর ভর করে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের সামনে ২০১ রানের বড় টার্গেট দাড় করিয়ে দিয়েছে বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে জমা করে টাইগাররা।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তুলেন দুই ওপেনার তামিম-লিটন। ১০.২ ওভারে তারা দু’জন গড়ে ফেলেন ৯২ রানের অসাধারণ এক জুটি। এর মধ্যে তামিম ইকবাল খেলেন ৩৩ বল। রান করেন ৪১। ৩টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ২টি ছক্কার মার।

ওয়েসলি মাধোভিরেকে ছক্কা মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। উইকেটের পাশে দাঁড়িয়েই ক্যাচ তালুবন্দী করে নেন শন উইলিয়ামস। ৪১ রান করে বিদায় নেন তামিম ইকবাল।

জুটি হারিয়ে যেন কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েন লিটন। এ কারণে তিনিও বেশিক্ষণ টিকলেন না। ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর তিনিও বিদায় নেন সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম/নাসুম আহমেদ, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ : তিনাশে কামুনহুকামুয়ে, রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, উইসলে মাধেভের, রিচমন্ড মুতুম্বামি, তিনোতেন্ডা মুতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিশুমা ও কার্ল মুম্বা।

ওআ