ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


হারারে টেস্টে অনেকটা চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯২ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শতকে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর ফলে ৪৭৭ রানের পাহাড়সম লক্ষ্য পেলো স্বাগতিক জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে সাইফ হাসান ও সাদমান ইসলামের দূর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৮৮ রানে সাইফ হাসান ব্যাক্তিগত ৪৩ রানে সাজঘরে ফিরলে নাজমুল হোসেন শান্তর সাথে জুটি গড়ে দলকে বড় লিড এনে দেয় সাদমান ইসলাম।

ইনিংস ঘোষণার আগে সাদমান ইসলাম ১৯৬ বলে ৯ চারের সুবাদে অরপাজিত ছিলেন ১১৫ রানে ও নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ১১৮ বল খেলে ৫ চার ও ৬ ছক্কার সুবাদে ১১৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের ওপেনার মিল্টনকে ব্যাক্তিগত ১১ রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৪ ওভারে ৫৮ রান এক উইকেট হারিয়ে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত ঘূর্ণিতে ২৭৬ রানে থামলো জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে মিরাজ ৫ উইকেট ও সাকিব ৪ উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ-অর্ডারের ব্যাটাররা দেখিয়েছে দুর্দান্ত ব্যাটিং। ওপেনার মিল্টন শুম্ভার ৪১ রানে বিদায়ের পর ১১৫ রানের জুটি গড়েন কাইতানো ও টেইলর।

টেইলর ৮১ রানে বিদায় নিলেও অভিষেকে ফিফটি তুলে নেন কাইতানো। তবে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

কাইতানোর বিদায়ের পরই লুটিয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। মিরাজের ঘূর্ণির কাছে দিশেহারা হয়ে অল-আউট হয়েছে ২৭৬ রানে।

এমআইআর/এডিবি/