ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে বাংলাদেশ


হারারে টেস্টের তৃতীয় দিন শেষে অনেকটা চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।

তাতে ১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে ভর করে দিন শেষে ৪৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের লিড পৌঁছেছে ২৩৭ রানে। দিন শেষে সাদমান ২২ ও সাইফ অপরাজিত রয়েছেন ২০ রানে।

এরআগে প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত ঘূর্ণিতে ২৭৬ রানে থামলো জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে মিরাজ ৫ উইকেট ও সাকিব ৪ উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ-অর্ডারের ব্যাটাররা দেখিয়েছে দুর্দান্ত ব্যাটিং। ওপেনার মিল্টন শুম্ভার ৪১ রানে বিদায়ের পর ১১৫ রানের জুটি গড়েন কাইতানো ও টেইলর।

টেইলর ৮১ রানে বিদায় নিলেও অভিষেকে ফিফটি তুলে নেন কাইতানো। তবে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

কাইতানোর বিদায়ের পরই লুটিয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। মিরাজের ঘূর্ণির কাছে দিশেহারা হয়ে অল-আউট হয়েছে ২৭৬ রানে।

এমআইআর/এডিবি