ন্যাভিগেশন মেনু

জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত: আইনমন্ত্রী


জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সেনা শাসক জেনারেল জিয়াউর রহমান জড়িত বলে দীর্ঘদিন ধরে বিভিন্নমহল থেকে জোরালোভাবে অভিযোগ তোলা হচ্ছে।

ওই অভিযোগের সঙ্গে এবার যুক্ত হয়েছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি জোরের সঙ্গে বলেছেন যে, এটা আজ দিনের আলোর মতো সত্য- জিয়া জাতিরজনকের হত্যার সঙ্গে জড়িত।  বৃহস্পতিবার ঢাকায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

মন্ত্রী বলেন, হয়তো আপনারা বলবেন জিয়াকে আসামি করা হয়নি কেন? এর জবাবে বলব যেহেতু জিয়াউর রহমান ’৮১ সালে হত্যার শিকার হয়েছেন, সেজন্য তাকে আসামি করা হয়নি। কারণ বাংলাদেশের আইনে মরণোত্তর বিচারের কোনো বিধান নেই।

মন্ত্রী বলেন, কেউ কেউ তার মরণোত্তর বিচারের দাবি করছেন। কিন্তু বাংলাদেশের আইনে মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নেই।  

আনিসুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনের দায়ে যারা সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আইনমন্ত্রী বলেন, শুধু সরকার ও আওয়ামী লীগ নয়, আমার মনে হয় বঙ্গবন্ধুর অনুসারী একজন থাকলেও এই হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করবে। তাদের (আসামিদের) ফিরিয়ে আনতে আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে  বঙ্গবন্ধুকে হত্যার পর সেনা সমর্থনে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করে। এরপর তিনমাসের মাথায় মোশতাককে হটিয়ে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করে সেনা প্রধান জিয়াউর রহমান। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সামরিক শাসক জিয়াউর রহমান বেনিফিসিয়ারি ও সম্পূর্ণভাবে জড়িত।

এস এস