ন্যাভিগেশন মেনু

জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


সাবেক মন্ত্রী, ডাকসু'র জিএস জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (২ অক্টোবর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে এ কথা জানান।

উল্লেখ্য, শনিবার (২ অক্টোবর) সকাল ৯ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি গত ৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে প্রথমে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। পুরো সময় ধরেই আইসিইউতে ছিলেন তিনি।

জাপা সূত্রে জানা গেছে, বাবলুর নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে তার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের নেতা-কর্মীরা।

এডিবি/