ন্যাভিগেশন মেনু

জিয়া পরিবারের সবার হাতেই রক্তের দাগ: প্রধানমন্ত্রী


বঙ্গবন্ধু হত্যাকারীদের ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। জিয়া, জিয়ার স্ত্রী ও তার ছেলে সবার হাতেই রক্তের দাগ, তারা এভাবেই রাজনীতি করে গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

এসময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘গুম-খুনের রাজনীতি জিয়াউর রহমানই শুরু করে গেছেন। সেনাবাহিনীর অফিসাররা ছুটিতে ছিল। তারা ছুটিতে থেকে চলে আসলে মেরে ফেলেছে তাদের পরিবার লাশও পায়নি। এভাবে সারাদেশকে রক্তাক্ত করেছে শুধু ক্ষমতাকে নিষ্কন্ঠক করার জন্য। জিয়াউর রহমানের যে চরিত্র সেই একই চরিত্র দেখি খালেদা জিয়ার।’

তিনি বলেন, ‘জিয়া, খালেদা জিয়া ও তার ছেলে তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই শুধু গুন্ডামি আর অত্যাচার খুনের রাজনীতি কায়েম করতে চেয়েছিল। তাদের অকর্ম ভাষায় প্রকাশ করা যাবে না। অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে তারা।’

সরকার প্রধান বলেন, ‘আমরা চেয়েছি জাতির পিতার আদর্শে যেন দেশটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। সেজন্যই আমাদের সকল প্রচেষ্টা। আমরা দেশের উন্নয়নের দিকে নজর দিয়েছি। শিক্ষা দীক্ষার দিকে নজর দিয়েছি। একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করলে সম্মান ফিরে আসে। সেটাই দেখিয়েছি।’

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনায় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভাট্টচার্য।

এমআইআর/এডিবি