ন্যাভিগেশন মেনু

জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ১০ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে বিনামূল্যের এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এর মধ্যে ৬ হাজার কৃষককে ২ কেজি করে ভূট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। ৪০০ জন কৃষককে ১ কেজি করে বোরো ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। ২০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। ১৫০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। ১০০ জন কৃষককে ২৫০ গ্রাম করে পেঁয়াজ বীজ, ৫ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জন কৃষককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।      

উপজেলা কৃষি অফিস চত্বরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বাংলাদেশ পোস্টকে বলেন, করোনোভাইরাসের কারণে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে টাকা নেই। তাদের কথা ভেবে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছেন। এতে কৃষকরা খুবই উপকৃত হবেন। 

এসকে/ওয়াই এ/এডিবি