ন্যাভিগেশন মেনু

জীবননগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালখেলা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) চূড়ান্ত পর্বের খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুন) বিকেল ৫ টায় জীবননগর থানা পাইলট হাইস্কুল মাঠে চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়।

এসময় খেলায় উথলী ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমি কর্মকর্তা সৈয়দ আব্দুল জব্বার, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল প্রমুখ।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে উথলী ইউনিয়ন একাদশের শোভন হোসেন এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে রানার্সআপ দলের শান্ত হোসেন।

এস কে/ এস এ/ওআ