ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সোহেলের খামারে ৫টি থেকে পাঁচ বছরে ৩৪টি দুম্বা


দুম্বা আরব দেশের প্রাণি। দেখতে অনেকটা ভেড়ার মত। সুস্বাদু এ প্রাণিটির মাংস আরবদের বেশি পছন্দ। আমাদের দেশের মানুষের কাছে আরব দেশের প্রাণি হিসেবেই এটি বেশি পরিচিত। ইদানীং বাংলাদেশের খামারিরা দুম্বা পরিপালনে আগ্রহী হয়ে উঠছেন। কেননা এই পশু পরিপালনে পরিশ্রম কম ও লাভ বেশি। একটু পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়।

তেমনিভাবে সফলতা পাওয়ার দ্বারপ্রান্তে পাবনার ঈশ্বরদীর খামারি সোহেল হাওলাদারের। তাঁর বাড়ি ঈশ্বরদী পৌর শহরের কাচারিপাড়ায়। তাঁর বাবা ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদার। গত ৫ জুন ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ মেলা। এই মেলায় সোহেল হাওলাদার দুম্বা প্রদর্শন করে সবার নজর কাড়েন এবং মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়।

উচ্চ মাধ্যমিক পাশ করার পড়াশোনায় আর আগাননি সোহেল। বাবার ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়ে নেন। ভারতের রাজস্থানে ভ্রমণে যেয়ে সেখানকার দুম্বা দেখে নিজ বাড়িতে খামার করে তা পালনের সিদ্ধান্ত নেন। মেলায় কথা হয় সোহেলের সঙ্গে।

সোহেল জানান, ভারত থেকে ফিরেই কাচারিপাড়ায় নিজ বাড়িতে খামার গড়ে তোলেন। খোঁজ নিয়ে ঢাকা থেকে পাঁচটি দুম্বা কিনে খামারে আনেন। এটি ২০১৬ সালের কথা। পাঁচ বছরে সোহেলের খামারে এখন দুম্বার সংখ্যা ৩৪টি। দুম্বার পাশাপাশি তাঁর খামারে রয়েছে ৮০টি বিভিন্ন জাতের ছাগল। এর মধ্যে উল্লেখযোগ্য ৬টি পাকিস্তানী বিটল, ৮টি তোতাপুরি ও ১৫টি হরিয়ানা। বাকীগুলো অন্য জাতের। তিনি জানান, পাঁচ মাস পর পর দুম্বা ১ থেকে ২টি করে বাচ্চা প্রসব করে। খামারের প্রাণি দেখাশোনার জন্য তিনি দুজন লোক রেখেছেন। তাদের সঙ্গে নিজেও পশু পালনে কাজ করে থাকেন।

সোহেল বলেন, দুম্বা শান্ত ও নিরহ প্রাণি। প্রতিপালনে তেমন পরিশ্রম নেই। শারিরীক সমস্যা তেমন হয় না । ঠিকমত পরিপালন করলে অনেক টাকা আয় করা সম্ভব। বড় সাইজের প্রতিটি দুম্বা এক থেকে দেড় লাখ, ৬ মাস বয়সী ৮০ থেকে ১ লাখ ও তিন মাস বয়সী ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। প্রতিবছর খামার থেকে ১৫ লাখ টাকা আয় হয় বলে জানান সোহেল। ভবিষ্যতে সোহেল দুম্বা পালন করে অর্থ উপার্জনের পাশাপাশি সারা দেশে এর বিস্তৃতি বাড়াতে চান।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম বলেন, দুম্বা পালন অত্যন্ত লাভজনক। মরুভূমির প্রাণি হলেও বাংলাদেশে পরিপালনে কোনো সমস্যা নেই। চরাঞ্চল দুম্বা পালন উপযোগি বলে তিনি জানান। কম খরচ ও পরিশ্রমে দুম্বা পালন লাভজনক হওয়ায় দেশে এ প্রাণিটি পালনে খামারিরা আগ্রহী হয়ে উঠছেন।

জেএইচ/সিবি/ওআ