ন্যাভিগেশন মেনু

জীবননগরে ২ আলু বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


জীবননগরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভোক্তা পর্যায়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে দুই আলু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জীবননগর পৌর শহরের কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন কিছু অসাধু খুচরা বিক্রেতা ভোক্তা পর্যায়ে সরকারিভাবে বেঁধে দেওয়া প্রতি কেজি আলু ৩০ টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে তিনি কাঁচাবাজারের খুচরা বিক্রেতা মো. মনির হোসেনকে ১ হাজার টাকা এবং মো. আলিম হোসেনকে ৩০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, প্রতিদিন উপজেলার কাঁচাবাজারগুলো পরিদর্শন করা হবে। কোনো খুচরা বিক্রেতা যদি প্রতি কেজি আলুর মুল্য ৩০ টাকার বেশি এবং আড়ত পর্যায়ে পাইকারি ২৫ টাকার বেশি দামে আলু বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তা, আড়ত ও কোল্ডস্টোরেজ পর্যায়ে আলুর সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে সরকার। এক্ষেত্রে ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা, কোল্ডস্টোরেজ পর্যায়ে সর্বোচ্চ ২৩ টাকা এবং আড়তে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করার কথা।

এস কে/ ওয়াই এ/এডিবি