ন্যাভিগেশন মেনু

জীবননগরে মাদরাসাছাত্রকে পিটুনি, দুই শিক্ষক আটক


চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে বেধড়ক পিটুনির অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

ছাত্র নাসিম উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঝেরপাড়ার আলা উদ্দিনের ছেলে।

অভিযুক্ত শিক্ষকরা হলো - মাজেদ হোসেন ও শাহিন হোসেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

বুধবার রাতেই আহত ছাত্রের বাবা আলাউদ্দিন বাদী হয়ে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নাসিম জানায়, বুধবার দুপুরে মাদরাসার শিক্ষক মাজেদ হোসেন তুচ্ছ ঘটনায় তাকে বেধড়ক মারপিট করে শ্রেণিকক্ষে আটকে রাখে। পরবর্তীতে জোহরের নামাজের সময় তাকে নামাজ পড়ার জন্য ছেড়ে দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষক শাহিন হোসেন তাকে ধরে পুনরায় মারপিট করে এবং আবারও আটকে রাখে। পরে এলাকাবাসী এসে সন্ধ্যায় তাকে উদ্ধার করেন।

অভিযুক্ত দুই শিক্ষক বলেন, নাসিম মাদরাসায় প্রায়ই  অনুপস্থিত থাকে। আর যদিও মাদরাসায় আসে তবে ক্লাস না করে পালিয়ে যায়। এজন্য তাকে একটু ভয় দেখিয়েছি। হয়তো বেত্রাঘাত করার সময় হাতে বেকাদায় লেগে গেছে। আমাদের ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না। 

এ ব্যাপারে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আহত মাদরাসা ছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করেছি।

এস কে/ ওয়াই এ/এডিবি