ন্যাভিগেশন মেনু

জীবননগরে মৃগমারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ তৈরি করে জাতিকে আলোকিত দেশ উপহার দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছে। শিক্ষা উন্নয়নের মূল উদ্দেশ্য জনগণের আশা আকাঙ্খা পূরণ করা। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করে এগিয়ে যেতে পারে সেজন্য সরকার বছরের প্রথম দিনই দেশের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়েছে। সৃজনশীল পদ্ধতির জন্য সরকার শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করায় দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষাখাতে দলীয়মুক্ত করতেও সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করেছেন।'

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারন মানুষের ঘরে পৌছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিন-রাত কাজ করে যাচ্ছেন। মেহনতি কৃষক, শ্রমিকের উন্নতির কথা ভেবে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।'

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, মৃগমারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবাইদুর রহমান প্রমুখ।

এস কে/ এস এ/এডিবি