ন্যাভিগেশন মেনু

জীবননগরে শিকড়ের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) উপজেলার গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।  

মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকেলে ৫টা পর্যন্ত।

মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ হাসান।

ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিক্যাল ক্যাম্প আরও হোক।

শিকড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশাকরি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করবো।

এদিকে মেডিক্যাল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক মিথুন মাহমুদের মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী হোসাইন আহমেদ, ওমর ফারুক, রমজান, মফিজুল, সাদিয়া, ঐশ্বর্য প্রমুখ।

এসকে/এডিবি/