ন্যাভিগেশন মেনু

জীবননগরে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি


চুয়াডাঙ্গার জীবননগরে স্বেচ্ছাশ্রমে রাস্তার পাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে এবং একইসাথে ডেঙ্গু মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগর পৌর শহরের পশুহাট থেকে আলিম আলিয়া মাদরাসা পর্যন্ত রাস্তার পাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সদস্য মাসুম, সাদিয়া, মুন, শাকিল, সেতুসহ সংগঠনের শতাধিক সদস্য। 

এসকে/এডিবি/