ন্যাভিগেশন মেনু

জীবননগরে ৩ ব্যবসায়ীর জরিমানা


চুয়াডাঙ্গা জেলার জীবননগরে খাবারের মোড়কে উৎপাদন মেয়াদীত্তোর্ণ তারিখ না লেখা, অগ্রীম উৎপাদন তারিখ লেখা এবং দোকানে পণ্য বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে ও পেয়ারাতলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

পূর্বে সতর্ক করা সত্ত্বেও উপজেলার উথলী মোড়ে লিজা স্টোরকে মেয়াদীত্তোর্ণ ও পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেয়ারাতলা মোড়ে জাফর স্টোরকে মেয়াদীত্তোর্ণ ও মেয়াদ ও মূল্য উল্লেখবিহীন পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এছাড়া মেহেদী ফুডস বেকারিকে খাবারে অগ্রিম উৎপাদন তারিখ লেখা, যথাযথ মোড়কীকরণবিধি লংঘন করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এস এ /এডিবি