ন্যাভিগেশন মেনু

গণতন্ত্রকে অর্থবহ ও মানবাধিকার বাস্তবায়নে মন্ত্রণালয় গঠনের আহ্বান


দেশ, জাতির উন্নতির জন্য গণতন্ত্রকে অর্থবহ এবং মানবাধিকার বাস্তবায়নের লক্ষে মানবাধিকার মন্ত্রণালয় গঠনের আহ্বান জানান জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির (জাপমাস) চেয়ারম্যান কবি ও সাংবাদিক আতিক আজিজ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাপমাস কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, 'বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করলেও যৌন নির্যাতন, আমরা মাঝে মাঝে গণমাধ্যম ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদে দেখতে পাই। বিশেষ করে নারীরা তার সহজাত মর্যদা এবং অধিকার ভোগ করতে বিভিন্ন কারণে বাধাগ্রস্থ হচ্ছে। বঞ্চিত হচ্ছে ন্যায় বিচার থেকে। সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করতে হলে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবি।'

মানবাধিকার মন্ত্রণালয় গঠন করার দাবিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাপমাস-এর ভাইস চেয়ারম্যান নূরুল হুদা, ওবাইদুর রহমান, শিশু সাহিত্যক হানিফ খান, মাহমুদ রেজী সোহেল, প্রবাসী কবি ইউসুফ রেজা, টিমুনি খান রীনো, ভারপ্রান্ত মহাসচিব এইচ কে এনামুল হক, সহকারী মহাসচিব গ্যাড, মেজবাহ উদ্দিন খান, আক্তার হোসেন, একেএম নেজামউদ্দিন, তোফাজ্জল হোসেন, রত্মা আক্তার, সাংগঠনিক সম্পাদক নবি হোসেন, হাবিবুল্লাহ রিপন, আলম খান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, পরিচালক সোনিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সিবি/এডিবি