ন্যাভিগেশন মেনু

জুতা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস


বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় মহা আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি ও সংস্পর্শ থেকে যেমন করোনা ছড়ায় তেমনি পায়ের জুতা ও স্যান্ডেল থেকেও এই ভাইরাস ছড়াতে পারে।

কারণ জুতা ও স্যান্ডেল তৈরিতে যেসব উপাদান ব্যবহার হয় তাতে এই ভাইরাস পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

একাধিক গবেষণার দাবি, জুতায় করোনা সক্রিয় থাকতে পারে পাঁচদিন পর্যন্ত। জুতা তৈরি হয় সাধারণত চামড়া, রাবার কিংবা প্লাস্টিক দিয়ে; যা হতে পারে করোনার বাহক। এখন কথা হচ্ছে এক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বা আমাদের করণীয় কী?

রাস্তায় যদি কোনো করোনা রোগীর থুতু বা কফ পড়ে থাকে আর তার ওপরে পা দিলে, সেই ভাইরাস আপনার জুতায় লেগে যেতে পারে। ফলে আপনি নিজের অজান্তেই সেই ভাইরাস ঘরে নিয়ে আসতে পারেন। তবে এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেজন্য কয়েকটি নিয়ম মানা খুব জরুরি-

* ঘরে ঢোকার আগে, দরজার বাইরে জুতা খুলুন।

* জনসমাগম থেকে ফেরার পর বাসায় ঢোকার আগে, অবশ্যই সাবান-পানি দিয়ে জুতা ভালো করে ধুয়ে নিন।

* ওয়াশিং মেশিনে ধোয়া যায় এরকম জুতা মেশিনেই কেচে নিন।

* চামড়ার জুতা ধোয়া সম্ভব নয়, তাই ডিসইনফেকটেন্স লিকুইড দিয়ে ভালো করে মুছে নিন।

* দরজার মুখে ঘরে পরার স্লিপার রেখে দিন। বাইরের জুতা খুলে পা মুছে ঘরের স্যান্ডেল পরে ভেতরে ঢুকুন।

ওআ

আরো পড়ুন: