ন্যাভিগেশন মেনু

জুনে শুরু হচ্ছে লা লিগা


করোনার প্রকোপ কমতে থাকায় লা লিগা শুরুর সম্ভব্য তারিখ  জুনে হতে পারে বলে জানিয়ে দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা।

স্প্যানিশ টিভি নেটওয়ার্ক মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘আগামী ১২ জুন আবারও লা লিগা শুরু করতে চাই। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগ দিতে হবে।'

তিনি আরও বলেন, ‘বুন্দেসলিগায় আক্রান্তের সংখ্যার বিচারে এবং স্পেনে যেভাবে ভাইরাসটি ছড়িয়েছে, সেই অনুযায়ি আমরা ধারণা করছিলাম ২৫ থেকে ৩০ জনের মতো আক্রান্তের খবর পাব। আড়াই হাজার জনকে পরীক্ষা করে মাত্র আট জনের পজিটিভ এসেছে, যা ভালো খবর।’

প্রসঙ্গত, ‘মার্চ থেকে বন্ধ রয়েছে স্পেনের ফুটবল আসরটি। লম্বা সময় বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা, এরপর গতকাল থেকে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের অনুশীলন।’

এমআইআর/ এডিবি