ন্যাভিগেশন মেনু

ভারতের শিলিগুড়িতে ১৪ রোহিঙ্গা আটক


কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে ভারতে গিয়ে একটি ট্রেনে দিল্লি যাওয়ার সময় ১৪ রোহিঙ্গা শরণার্থীর একটি দলকে আটক করেছে ভারতীয় পুলিশ।

ভারতীয় রেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, গত মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে শীতাতপনিয়ন্ত্রিত ও দ্রুতগামী বিশেষ রাজধানী এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় মাঝপথে তাদের আটক করা হয়। তারা ভুয়া নাম-পরিচয়ে টিকিট কেটেছিলো। তাদের কারও কাছে বৈধ পরিচয়পত্র ছিলো না।

চৌদ্দজনের এই দলে দশজন নারী, একটি শিশু আর বাকি তিনজন পুরুষ।

পুলিশ জানায়, ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে, তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়লে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশ তাদের আটক করে।

তবে কীভাবে তারা ভারতে ঢুকলেন ও রাজধানী এক্সপ্রেসের মতো নিরাপত্তা-সম্পন্ন ট্রেনে উঠতে পারলেন রেলের কাছে তার কোনও সদুত্তর নেই।

ধৃতদের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার পর ট্রেনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিবিসি জানায়, জেরার মুখে ওই রোহিঙ্গারা স্বীকার করেছে, তারা গত সোমবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে। ভারতে ঢোকার পরদিনই তারা আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসে চাপেন। তাদের টিকিটের ব্যবস্থা করা ছিলো আগে থেকেই।

এডিবি/