ন্যাভিগেশন মেনু

জুয়েল হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে মুয়াজ্জিন


লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক মোছা. ফেরদৌসী বেগম শুনানি শেষে এই আদেশ দেন।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক মুসা আলম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী এবং আসামি আফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এজাহারে থাকা আসামিদের নামের বাইরে অজ্ঞাত আসামির তালিকা থেকে মসজিদের মুয়াজ্জিন মো. আফিজ উদ্দিনকে (৬০) গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িমারী ইউনিয়নের ইসলামপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সিবি/এডিবি