ন্যাভিগেশন মেনু

‘সোনার বাংলা গড়তে বাংলাদেশের পাশে থাকবে চিন’


‘সোনার বাংলা গড়তে কৌশলগত অংশীদার হিসেবে চিন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। একইসঙ্গে বাংলাদেশের ভবিষ্যতের প্রতিটি প্রচেষ্টাতে পাশে থাকবে চিন।’

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লি জিমিং একথা বলেন।

তিনি বলেন, বাঙালি জাতির এই গৌরবময় দিনে, আমি সরকার এবং চিন জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

শুভ বিজয় দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ আশ্চর্যজনকভাবে দাঁড়িয়েছিলো, যেটা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা সম্ভব হয়েছিলো। বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা, মুক্তিযোদ্ধা, এবং একাত্তরের সব শহীদকে শ্রদ্ধা জানাতে আমি আজ আপনাদের সঙ্গে যোগদান করছি।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়ে বাংলাদেশ এখনও একটি আশ্চর্যজনক হয়ে দাঁড়িয়েছে, যিনি তার পিতার মতো একের পর এক জাতীয় অর্জনের মাধ্যমে বিশ্বকে অবাক করে দিয়েছেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছেন।

কোভিড-১৯ মহামারি মোকাবেলা ও তার নেতৃত্ব এতোটাই অসাধারণ এবং দ্রুত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দেশের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময়োচিত পদক্ষেপগুলো ইতোমধ্যে সাড়া ফেলেছে।

জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! চিন-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকুক।

এস এ /এডিবি