ন্যাভিগেশন মেনু

জেলের জালে ৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ


পিরোজপুরের কাউখালীর কঁচা নদীতে জেলের জালে ধরা পড়া ৪০০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। পরে মাছটি বাজারে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাছটি বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে ধরা পরলে সংবাদ পেয়ে কাউখালীর সততা ফিস (আড়ৎদার) তা কিনে বাজারে তোলে।

কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, ‘মাছটিকে উপজেলার উত্তরবাজার বালুর মাঠে নিয়ে বিক্রির নির্দেশ দেওয়া হয় পাশাপাশি ক্রেতাদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।’ 

সততা ফিসের মালিক জানান, ‘সামুদ্রিক মাছটি প্রতি কেজি ৫০০ টাকা দরে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।‘

ওয়াই এ/এডিবি

সম্পর্কিত বিষয়: