ন্যাভিগেশন মেনু

জ্বালানিখাতে বিনিয়োগের আগ্রহ কাতারের


এলএনজি টার্মিনাল নির্মাণ এবং বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কাতার। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তথ্য জানান বিদ্যৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সকালে ঢাকায় সফররত কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবির নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মধ্যে সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলে এ আগ্রহ প্রকাশ করে কাতারের প্রতিনিধি দল।

প্রতিমন্ত্রী বলেছেন, কাতারের সঙ্গে এলএনজি সরবরাহে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তাতে আরো বিষয় যুক্ত করতে চায় তারা। দেশটি পায়রা ল্যান্ডবেইজ এলএনজি এবং বিদ্যুৎ কেন্দ্র ও মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অন্তর্ভুক্ত হতে চায় কাতার।

তাছাড়া, ইতোমধ্যে মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণে দরপত্রে অংশ নিয়েছে তারা। সেখানে ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করে পরের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশে কাতার বতর্মানে যে এলএনজি সরবরাহ করছে, তার দাম কমানোর প্রস্তাব করেন। এ প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন সফররত কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী।

এছাড়া, কাতারের সঙ্গে যেসব চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তা আরও বৃদ্ধি করতে চায় কাতার।

এমআইআর / এস এস

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ajkerbangladeshpost.com