ন্যাভিগেশন মেনু

জয়পুরহাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা কুহারা ছোট যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সুবাস চন্দ্র সাহা,সুদেব চন্দ্র দাস, মোঃ গোলাম রব্বানী, বিলাস চন্দ্র,চঞ্চল কুমার, মোঃ দেলোয়ার হোসেন,কার্তীক চন্দ্র প্রমুখ।

লিখিত বক্তব্যে স্বপ্ন কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে এলাকার প্রভাবশালী ব্যাক্তি তার দলবলসহ ইজারা নিয়ে নিয়ম বহির্ভূত ভাবে বোরিং মিশিন দিয়ে ৬০-৭০ফিট গভীর পাইলিং করে বালু উত্তোলন করছে। ফলে চারপাশে ফসলি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়েছে বশত ভিটা, মসজিদ, খামারসহ আশ পাশের আবাদি জমি। স্থানীয়রা বাধা দিলে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে বেপরোয়া বালু উত্তোলন অব্যাহত রেখেছে তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত অপর ভূক্তভুগি সুরেশ চন্দ্র সাহা বলেন ওই এলাকায় আমার এক বিঘা জমি ছিল আলুসহ ওই ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে।একই এলাকার কুটাহার গ্রামের কৃষক ইসমাইল হোসেনের মুরগির খামার এবং স্বপন সাহার দেড়বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছ অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোল বন্ধের দাবি জানান।

এ এম/ এস এ/ওআ