ন্যাভিগেশন মেনু

ঝকঝকে দাঁত দেবে তুলসীপাতা


সবাই চান ঝকঝকে দাঁত। কেননা ঝকঝকে দাঁতের হাসি যে কারোই মন কেড়ে নেবে। তবে নানা কারণেই আমাদের দাঁতে হলদেটে ভাব দেখা দেয়। যা আমাদের সুন্দর হাঁসিকেও ম্লান করে দেয়। এছাড়াও দাঁতের নানা রকম সমস্যায় ভুগতে হয়। যা বেশ যন্ত্রণাদায়কও।

সেজন্য দাঁতের প্রতি আমাদের সবাইকেই একটু বেশি যত্নবান হতে হবে। হলদেটে দাঁত ঝকঝকে সাদা করতে তুলসী পাতার জুড়ি নেই। এছাড়া দাঁতের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী এই পাতা।

প্রথমে বেশি করে তুলসী পাতা নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিন। পাতাগুলো একেবারে শুকিয়ে গেলে সেগুলোকে গুঁড়া করে নিন। এবার এই গুঁড়ার সঙ্গে যেকোনো টুথপেস্ট মিশিয়ে নিয়মিত ব্রাশ করুন। দেখবেন দাঁতের হলুদ ভাব একেবারে চলে গেছে। সেই সঙ্গে দাঁতে বিভিন্ন রোগের প্রকোপও হ্রাস পাবে।

এস এস