ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন


ঝালকাঠিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ভার্চুয়ালি যুক্ত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালেএ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রথমে টিকা নেন। এরপর অন্যদের টিকা দেওয়া হয়।  জেলায় প্রথম পর্যায়ে মোট ১২ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। তবে গতকাল পর্যন্ত ৭৪৫ জনে রেজিস্ট্রশন করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৯টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিবি/এডিবি