ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


সারাদেশের মতো ঝালকাঠি জেলায় করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে ৯৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে সকাল থেকেই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আমেজে আসছে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নানা আয়োজনে বরণ করে নেয় শিক্ষার্থীদের।

শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশকালে জীবানুনাশক স্প্রে করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আছে তাপমাত্রা মাপার যন্ত্রও। শিক্ষার্থীরাও মাস্ক পরে বসেছে শ্রেণিকক্ষে। 

তবে গ্রামের বেশিরভাগ বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারও কারও মুখে মাস্ক থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নেই। অনেক বিদ্যালয়ে এখনো বন্যার পানি ঢুকে থাকায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

ঝালকাঠি জেলায় কলেজ রয়েছে ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩টি, নিম্ন মাধ্যমিক ২৪টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৮৫টি ও মাদরাসা রয়েছে ১২৩টি। 

এএস/এডিবি/