ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে ৭০, সুস্থ ৩৪


ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ পর্যন্ত এ জেলায় ৭০ জনের দেহে করোনাভাইরাসে সনাক্ত হয়েছে। আর ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন নলছিটির, অপরজন কাঠালিয়ার। তবে এদের মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে স্থানীয় এক সূত্র জানিয়েছে, জেলায় মোট ১৬ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২ জন ছাড়া বাকি রিপোর্ট না পাওয়ায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, জেলার চারটি হাসপাতালে প্রাতিষ্ঠানিকভাবে ৫১টি বেড করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। 

ওয়াই এ/ এডিবি