ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জালাল সিকদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

জালাল সিকদার ওই গ্রামের মৃত রশিদ সিকদারের ছেলে।

কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার সকালে কৃষক জালাল সিকদার বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ফসলি জমির মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি টানা দেওয়া সিলভারের তারের নিচ থেকে ট্রাক্টর নিয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছিল কৃষক জালাল সিকদারের। তাই শাবল দিয়ে খুড়ে সেই টানা দেওয়া সিলভারের তার উঠিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে পেঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। টানা দেওয়া সিলভারের তারের সাথে ৩৩ কেভি সঞ্চালন তারের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জালাল সিকদার।

এতে গুরুতর আহত হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারও কোনও আপত্তি না থাকায় তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন।

এডিবি/