ন্যাভিগেশন মেনু

ঝালকাঠি সদর উপজেলা লগডাউন


৪জন করোনা রোগী শনাক্তের পর এবার ঝালকাঠি সদর উপজেলা লগডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লকডাউনের এ নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লগডাউন চলাকালীন সময়ে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা বা উপজেলা হতে কেউ সদর উপজেলায় প্রবেশ করতে কিংবা এ উপজেলা হতে পার্শবর্তী অন্য কোনো জেলা বা উপজেলা গমন করতে পারবে না।

এ সময় সকল ধরনের গণপরিবহন এবং জণসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন- চিকিৎসা সেবা, কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লগডাউনের আওতার বাইরে থাকবে। এছাড়া পিরোজপুর-ঝালকাঠি ও বরিশাল আঞ্চলিক মহাসড়ক এর আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ওআ